জামালপুরে বন্যার পানিতে প্রান গেলো শিশুর| - Jamalpur Desk

Latest

JAMALPUR DESK NEWS MEDIA WEB SIT.

BANNER 728X90

Saturday, July 18, 2020

জামালপুরে বন্যার পানিতে প্রান গেলো শিশুর|


জামালপুরে বন্যার পানিতে প্রান গেলো শিশুর|
জামালপুরে বন্যার পানিতে প্রান গেলো শিশুর।

আজ জামালপুর সদর উপজেলার ০৩ নং লক্ষীরচর ইউনিয়নের চরপাড়া গ্রামে এক কিশোরীর বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। জামালপুরের বন্যা পরিস্থিতি এই মূহুর্তে খুবই ভয়াবহ অবস্থা।
আবার ও জামালপুরে প্রান গেলো পঞ্চম শ্রেণির এক ছাত্রীর।জামালপুরের
মেয়েটির নামঃ সাবিহা খাতুন ,তার র্বতমান বয়স ১২ বছর।
পিতাঃ মোঃ হায়দার আলী শারিরীক ভারসাম্যহীন।
মাতাঃ আছমা বেগম
গ্রামঃ চরপাড়া, জামালপুর সদর।
মেয়েটি সকাল আনুমানিক ১০.০০ টার দিকে বাড়ীর উত্তর পাশে বন্যার নতুন পানিতে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে গেলে সাবিহা ড্রেজারে মাটি কাটার একটি গর্তে তলিয়ে যায়।। এলাকার লোকজন অনেক চেষ্টা করেও সাবিহাকে খুঁজে পাইনি, পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরী দলের প্রচেষ্টায় সাবিহার মৃতদেহ পানির নীচ হতে নিশ্চিত করা হয়.।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আমরা যারা বন্যা কবলিত এলাকায় আছি সকলেই ছেলেমেয়েদের উপর বিশেষ নজর রাখুন, বাচ্চারা যেন বন্যার পানি হতে দুরে থাকে সেদিকে দৃষ্টি রাখুন।


জামালপুরের নদীতীবর্তী বেশিরভাগ বাড়িঘরেই এখন গলা সমান পানি। পানিতে তলিয়ে সড়ক ও রেললাইন, বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। জীবন নিয়ে কোনমতে উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন স্থানীয়রা।

একই অবস্থা জেলার যমুনা তীরবর্তী প্রায় পাঁচলাখ বাসিন্দার। বেশিরভাগ ঘরবাড়িতেই এখন বুক থেকে গলা পর্যন্ত পানি। খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব অনেক টায়।
একজন বলেন, এক গলা পানি ঘরের মধ্যে। রান্না করতে না পারায় বেশিভাগ সময় না খেয়েই দিন পার করতে হচ্ছে।
পানির নিচে ক্ষেতখামার তলিয়ে কর্মহীন অনেকেই। রাস্তাঘাট ও রেললাইন তলিয়ে বিচ্ছিন্ন ৪০ টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা।
চলতি বন্যায় সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার ৫২ টি ইউনিয়ন বন্যা কবলিত।

JAMALPURDESK

1 comment: