জামালপুরের বন্যা সম্পর্কিত সকল তথ্য ২০২০। - Jamalpur Desk

Latest

JAMALPUR DESK NEWS MEDIA WEB SIT.

BANNER 728X90

Sunday, July 19, 2020

জামালপুরের বন্যা সম্পর্কিত সকল তথ্য ২০২০।

 জামালপুরের বন্যা সম্পর্কিত সকল  তথ্য ২০২০ সালের।
 জামালপুরের বন্যা সম্পর্কিত সকল তথ্য ২০২০।

অদ্য সময় পানি  ১৮-০৭-২০২০ তারিখ সন্ধ্যা  ৬  টা হতে ১৯-০৭-২০২০ সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই ২৪  ঘন্টায় ২ সেন্টিমিটার  হ্রাস  বা কমে  পেয়ে বিপদসীমার ৯৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা আগামী ২৬/২৭ জুলাই পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। 

সরিষাবাড়ি উপজেলায় জগন্নাথগন্জ ঘাট পয়েন্টে  পানি  গত ২৪ ঘন্টায়  ১১ সে.মি হ্রাস বা কম পেয়ে বিপদসীমার ৩১ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজকের সন্ধ্যা  ৬ টার তথ্যনুযায়ী।মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলায় আগামী ২০/২১ জুলাই হতে পুনরায় পানি বৃদ্ধি পেতে পারে যা আগামী ২৭/২৮ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং ভয়াবহ বন্যা হওয়ার আশংকা রয়েছে।
 উল্লেখ্য আজ ১৯/০৭/২০২০ তারিখ দুপুর ৩ টা হহতে পুনরায়  যমুনা, বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বৃদ্ধি হচ্ছে এবং ভয়াবহ যা ২০১৯ সালের চেয়ে বেশি । বন্যা হওয়ার আশংকা রয়েছে।

সরিষাবাড়ি উপজেলায় আগামী ২০/২১  জুলাই হতে পানি বৃদ্ধি পেতে পারে যা ২৭/২৮ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে এবং ভয়াবহ বন্যা হতে পারে।
বৃষ্টিপাত হলে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পার।

 প্রয়োজনে:
 এই ঠিকানায় অথবা ১০৯০ তে ফ্রি কল করে মোবাইলের ৫ লেখা বাটন চাপুন তাহলে বন্যা সম্পর্কিত  তথ্য পাবেন।যদি প্রয়োজন হয় তাহলে কল ‍দিন,অযথা কল দিবেন না।

পানি পরিমাপকারী নির্বাহী প্রকৌশলী :
 বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,  বাপাউবো, ঢাকা।
 অফিসের তথ্যনুযায়ী
 নদী = যমুনা স্টেশন = বাহাদুরাবা ,দেওয়ানগঞ্জ পানি বিজ্ঞান শাখা  দেওয়ানগঞ্জ, জামালপুর।
তারিখ = ১৯-০৭-২০২০, সময় = সন্ধ্যা  ০৬.০০ ঘটিকা অনুযায়ী।
আজ জামালপুরের প্রায় সব জায়গাতে মুশলধারে বৃষ্টি হচ্ছে।আর জামালপুরের কোন জায়গাতে বৃষ্টি হয় ।


৩য় দফায় হতে পারে আরো ভয়াবহ বন্যা। হতে পারে  ২০১৯ সালের বন্যার চেয়ে  ভয়াবহ।সকলে আমরা বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করি।

 প্রচারে:জামালপুর ডেক্স। JAMALPUR DESK

No comments:

Post a Comment