যার ভয়াবহতা ২০১৯ সালের বন্যাকে ছাড়িয়ে যেতে পারে। - Jamalpur Desk

Latest

JAMALPUR DESK NEWS MEDIA WEB SIT.

BANNER 728X90

Friday, July 17, 2020

যার ভয়াবহতা ২০১৯ সালের বন্যাকে ছাড়িয়ে যেতে পারে।

যার ভয়াবহতা ২০১৯ সালের বন্যাকে ছাড়িয়ে যেতে পারে।


যার ভয়াবহতা ২০১৯ সালের বন্যাকে ছাড়িয়ে যেতে পারে।

আগামী ২২/০৭/২০২০ তারিখ থেকে যমুনার পানি আবারো বৃদ্ধি পেতে পারে। যার ভয়াবহতা ২০১৯ সালের বন্যাকে ছাড়িয়ে যেতে পারে ২০২০ সালের বন্যা।

বাংলাদেশের অন্তত ১৬টি জেলার বিস্তীর্ণ এলাকা হতে  পারে  এবারের বন্যায় প্লাবিত। জুলাই মাসে শুরু হওয়া এ বন্যায় সরকারি হিসেবেই ৩৪ লাখের বেশি মানুষ দুর্গত হয়েছে। উত্তরাঞ্চলের জেলা জামালপুরে ইতিহাসে সর্বোচ্চ পানি উঠেছে।যা ২০১৯ সালের  বন্যাকে ছাড়িয়ে যেতে পারে ২০২০ সালের বন্যা।জামালপুরের প্রায় সাড়ে ৬ লাখ মানুষের বেশি পানি বন্দী।জামালপুরের পানি বন্দী মানুষ ঠিক মত খাবার পাচ্ছে না সাথে আরো বিশুদ্ধ খাবার পানি পান করতে পারছে না।জামালপুরের বন্যা পরিস্থিতি এই মূহুর্তে খুবই ভয়াবহ অবস্থা।তা মুখে বা ছবিতে বুঝানো যাচ্ছে না।জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েই চলেছে। অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে এবং বসতবাড়ীতে পানি ঢুকতে শুরু করেছে।


জামালপুরে এক দিকে সর্বনাশা বন্যা অন্য দিকে প্রাণঘাতী করোনা ভাইরাস ,খেটে খাওয়া মানুষ গুলো বার বার ঘুরে দাড়াবে কি করে।খেটে খাওয়া মানুষ গুলোর অনেক কঠিন হয়ে পড়বে,বেচে থাকতে হবে বুকে পাথর বেদে।তার কারন হলো তাদের সব জায়গা ‍দিয়ে বিপদ ধেয়ে ধেয়ে দরে নিয়েছে।


আজকের দেওয়ানগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি. অবস্থা ভয়াবহ রকমের খারাপ,দেওয়ানগঞ্জের পৌর এলাকা সহ উপজেলার প্রায় ৭০% এলাকা পানিতে নিমজ্জিত, পানিবন্দি কয়েক হাজার মানুষ সহ গবাদিপশু। তলিয়ে গেছে একরের পর বাড়ী ঘর, একর একর ফসলি জমি।গতকাল উপজেলার ভাটিপাড়া এলাকায় একজন বীর মুক্তিযোদ্ধা পানিতে পড়ে ইন্তেকাল করেন.।এত এত খারাপ খবর আসলে পোস্ট আকারে সম্ভব না। সত্যিকার অর্থেই দেওয়ানগঞ্জবাসী খুব করুন অবস্থায় দিন পার করছেন।

ব্রীজ ভেঙ্গে সারমারা-তারাটিয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। রাস্তার দুই পাশে আটকা পড়েছে বাস-ট্রাকসহসহ বেশ কিছু ভারী যানবাহন। দূর্ভোগে হাজারো মানুষ। বিকল্প পন্থায় সড়কটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। সাবেক তথ্যমন্ত্রী  আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু- দৃষ্টি কামনা করছি।

JAMALPURDESK NEWS 


No comments:

Post a Comment