জামালপুরে যারা করোনা টেস্ট করতে চান কিছু তথ্য জেনে রাখুন। - Jamalpur Desk

Latest

JAMALPUR DESK NEWS MEDIA WEB SIT.

BANNER 728X90

Wednesday, July 8, 2020

জামালপুরে যারা করোনা টেস্ট করতে চান কিছু তথ্য জেনে রাখুন।


জামালপুরে যারা করোনা টেস্ট করতে চান কিছু তথ্য জেনে রাখুন।


জামালপুরে যারা করোনা টেস্ট করতে চান কিছু তথ্য জেনে রাখুন।

জামালপুর সদর উপজেলার সন্দেহ ভাজন রোগী যারা নমুনা পরীক্ষা করাতে চান, আপনারা জামালপুর জেনারেল হাসপাতালে চলে আসবেন ৷ তার পর আপনারা চলে যান প্রশাসনিক ভবন।
নমুনা সংগ্রহ বুথ:
প্রশাসনিক ভবনের এখানে মেডিকেল রোডে দেখবেন নমুনা সংগ্রহ বুথ রয়েছে ৷ সকাল 10 টার দিকে আসবেন ৷ সাপ্তাহিক ছুটি শুক্রবারে বুথ সাধারণত বন্ধ থাকে ৷
নমুনা দিতে আসলে অবশ্যই আপনার আসল নাম, ঠিকানা, মোবাইল নম্বর যথাযথ ভাবে দিবেন ৷ ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন ৷

 নমুনা সংগ্রহ ফ্রি:
সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী নমুনা সংগ্রহে 200 টাকা নেয়া হয় ৷ তবে মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা-কর্মচারী, গরীব-দুস্থদের থেকে টাকা নেয়া হয় না ৷ ফ্রির জন্যে নির্ধারিত ফর্ম পূরণ করে জমা দিতে হবে ৷ ফর্ম বুথে পাওয়া যায় ৷
নমুনার রিপোর্ট:
আজকের দেয়া নমুনার রিপোর্ট সাধারণত পরের দিন রাতে আসে ৷ পজিটিভ রোগীদেরকে টেলিফোনে জানানো হয় ৷ নেগেটিভ রোগীর রিপোর্ট প্রশাসনিক ভবনের গেইটের এখানে নোটিশ বোর্ড থেকে দেখে নিতে হবে ৷

নোটিশ বোর্ড:
নোটিশ বোর্ডে নেগেটিভ সিরিয়াল দেখে বিশেষ প্রয়োজনে ইউএইচএফপিও ডা. লুৎফর রহমান স্যারের রুম থেকে রিপোর্টের কাগজ দেয়া হয় ৷
সদর ছাড়া অন্যান্য উপজেলার রোগীকে নমুনা দিতে স্বস্ব উপজেলার হেল্থ কমপ্লেক্সে যোগাযোগ করতে বলা হল ৷
সচেতন:

মাস্ক ব্যবহার করুন।স্বাস্থ্য বিধি মেনে চলুন।নিজে নিরাপদে থাকুন,অন্য থাকার সুযোগ করে দিন।
নিজে বাসায় থাকুন আর নিজে সচেতন থাকুন,আর অন্য কে সচেতন করোন।
সকলে আমরা মাস্ক ব্যবহার করুন। 

জামালপুর সদরে প্রতি দিন করোনা শনাক্ত হচ্ছে কিছু না কিছু।দয়া করে আমরা সচেতন হবো।

COVID-19 BANGLADESH NEWS
প্রচারে:জামালপুর ডেক্স JAMALPURDESK NEWS



No comments:

Post a Comment