সরকারী আশেক মাহমুদ কলেজের ছাত্রী ৩৮তম বিসিএস ক্যাডার কৃষি পদে। - Jamalpur Desk

Latest

JAMALPUR DESK NEWS MEDIA WEB SIT.

BANNER 728X90

Tuesday, July 7, 2020

সরকারী আশেক মাহমুদ কলেজের ছাত্রী ৩৮তম বিসিএস ক্যাডার কৃষি পদে।

 সরকারী আশেক মাহমুদ কলেজের ছাত্রী ৩৮তম বিসিএস ক্যাডার কৃষি পদে।


 সরকারী আশেক মাহমুদ কলেজের ছাত্রী ৩৮  তম বিসিএস ক্যাডার কৃষি পদে।
জামালপুর জেলার সদরে পাথালিয়া গুয়াবাড়িয়ার এলাকার কৃতি সন্তান তিনি।তার নাম হলো নাদিয়া আক্তার বাঁধন।

 জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে তিনি ২০০৮ এসএসসি পরীক্ষা দিয়েছেন।তার পর তিনি সরকারী আশেক মাহমুদ কলেজের ছাত্রী ছিলেন।

পরবর্তীতে সময়ে নাদিয়া আক্তার বাঁধন তিনি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ময়মনসিংহ পরা শুনা করেন।
 
 নাদিয়া আক্তার বাঁধন হলো জামালপুর জেলার সন্তান।তার প্রথম স্কুল শুরু হয় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে,সেখান থেকে ২০০৮ সালে তিনি মেট্রিক পাস করেন। নাদিয়া আক্তার বাঁধন মেট্রিক পাশ করার পরে তিনি ২০০৮ সালে তিনি  সরকারী আশেক মাহমুদ কলেজে ভর্তি হন। সরকারী আশেক মাহমুদ কলেজে থেকে তিনি ২০১০ সালে তিনি বেড়িয়ে পরেন।তার পর তিনি ময়মনসিংহ ইউনিভার্সিটি ভর্তি পরিীক্ষা দিয়ে পাশ করে। নাদিয়া আক্তার বাঁধন তিনি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি পড়া শুনা শুরু করেন।তার পর তার পড়াশুনা শেষ হয়ে যায়।তার পর নাদিয়া আক্তার বাঁধন বিসিএস পরীক্ষা অংশ গ্রহন করলেন,আর পরীক্ষা পাশ করে বিসিএস ক্যাডার কৃষি পদে হয়ে গেলেন।

 নাদিয়া আক্তার বাঁধন আমাদের জামালপুরের র্গব।তিনি আমাদের জামালপুরের সম্পদ।নাদিয়া আক্তার বাঁধন সরকারী আশেক মাহমুদ কলেজের র্গব।

জামালপুরে পক্ষ থেকে তাকে আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা,আর অনেক অনেক ভালোবাসা সেই সাথে শুভ কামনা রইল।
জামালপুর ডেক্সের পক্ষ থেকে জানায় অনেক অনেক ভালোবাসা সেই সাথে শুভ কামনা রইল,আর অনেক অনেক দোয়া কামনা করি।

 প্রচারে:জামালপুর ডেক্স
 JAMALPURDESK

No comments:

Post a Comment