৩০ জুন২০২০ জামালপুরের করোনার আপডেট তথ্য। - Jamalpur Desk

Latest

JAMALPUR DESK NEWS MEDIA WEB SIT.

BANNER 728X90

Wednesday, July 1, 2020

৩০ জুন২০২০ জামালপুরের করোনার আপডেট তথ্য।


JAMALPURDESK: COVID-19

৩০ জুন ২০২০ তারিখের জামালপুরের প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে ১৩৮ টি নমুনা পরীক্ষায় হয়েছে।আর তার মধ্যে মোট ৭ জন করোনা সংক্রমণ হয়।তার মধ্যে জামালপুর সদরে ৫ জন,আর ইসলামপুরে ২ জন করোনার সংক্রমণ হয়।

জামালপুরের সর্বমোট সংক্রমণ শনাক্ত ৫৭৩ জন। 
 ১) সদর ২০৭ জন শনাক্ত
২) মেলান্দহ ৭৮ জন শনাক্ত
৩) মাদারগঞ্জ ৪০ জন শনাক্ত
৪) ইসলামপুর ১০৬ জন শনাক্ত
৫ )সরিষাবাড়ী ৫৩ জন শনাক্ত
৬)দেওয়ানগঞ্জ ৩৬ জন শনাক্ত
৭) বকশীগঞ্জ ৫৩ জন শনাক্ত

মাস্ক ব্যবহার করুন।স্বাস্থ্য বিধি মেনে চলুন।নিজে নিরাপদে থাকুন,অন্য থাকার সুযোগ করে দিন।

৩০ তারিখে সুস্থ ০ জন, মৃত্যু ০ জন।
সর্বমোট সুস্থ ২৩৮ জন,
১) জামালপুর সদর ৯৬ জন,
২) মেলান্দহ ৩৩ জন 
৩) মাদারগঞ্জ ১৪ জন ,
৪) ইসলামপুর ২৬জন ,
৫) সরিষাবাড়ী ৩১ জন ,
৬) দেওয়ানগঞ্জ ২৫ জন,
৭) বকশীগঞ্জ ১৩ জন, 

 মাস্ক ব্যবহার করুন।স্বাস্থ্য বিধি মেনে চলুন।নিজে নিরাপদে থাকুন,অন্য থাকার সুযোগ করে দিন।

জামালপুরের সর্বমোট মৃত্যু ৯ জন।
চিকিৎসাধীন ৫ জন -
দেওয়ানগঞ্জ ১জন ,
মেলান্দহ ২জন ,
সরিষাবাড়ী ১ জন
মাদারগঞ্জ ১জন,
  
মাস্ক ব্যবহার করুন।স্বাস্থ্য বিধি মেনে চলুন।নিজে নিরাপদে থাকুন,অন্য থাকার সুযোগ করে দিন।

মৃতের নমুনায় ৪ জন - ইসলামপুর ২ জন, মেলান্দহ ১ জন, বকশিগঞ্জ ১ জন।
রেফার্ড হয়ছে ০ জন, মোট রেফার্ড ৬ জন।
৩০ তারিখে নমুনা সংগ্রহ ১৩৮ টি, মোট নমুনা সংগ্রহ ৬৪৮৪ টি।
মাস্ক ব্যবহার করুন।স্বাস্থ্য বিধি মেনে চলুন।নিজে নিরাপদে থাকুন,অন্য থাকার সুযোগ করে দিন।

আমরা সবাই করোনার সব কিছু নিয়ম মানবো,যে কোন জায়গাতে বেড়াতে যাবো না।আর যদি ও যায়
মাস্ক ব্যবহার করবো।কারন আমরা নিজেরা ভালো থাকবো আর অন্য কে ভালো রাখবো।
আর আমরা সকলে র্সতক থাকবো,তাহলে নিজেদের ভালো হবে।
COVID-19 NEWS JAMALPUR

No comments:

Post a Comment